সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা। ছবি: সংগৃহীত।
রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, চাকরিপ্রার্থীদের থেকে অনলাইন এবং অফলাইন— উভয় মাধ্যমেই আবেদনপত্র গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ে সিকিউরিটি অফিসার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। জানানো হয়েছে, নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। তাঁদের স্নাতক যোগ্যতার পাশাপাশি প্রয়োজন ন্যূনতম ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতাও। যোগ্যতার বাকি মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে প্রথমে আবেদন জানাতে হবে। তার পর আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠাতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায়। অনলাইন এবং অফলাইনে আবেদন জানানোর শেষ দিন আগামী ২০ এবং ২৪ নভেম্বর। এর পর লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।