Murshidabad University Admission 2025

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির সুযোগ! শূন্য আসনের জন্য এখনও চলছে আবেদন গ্রহণ

২০২৫-২৯ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে স্নাতকের নানা কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৮:৩১
Share:

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি প্রক্রিয়া এখনও চলছে। দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। এ জন্য সম্প্রতি শুরু করা হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

২০২৫-২৯ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে স্নাতকের নানা কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। প্রথমে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নানা বিষয়ে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়েছে। তার পরও যে সমস্ত বিষয়ে পড়ুয়া ভর্তি হয়নি, সেখানে বিশ্ববিদ্যালয়ের তরফে আলাদা ভাবে ভর্তির আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই প্রথম দফায় ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। স্নাতক স্তরে বেশ কিছু বিষয়ে এখনও আসন খালি রয়েছে। এ বার সেখানেই দ্বিতীয় দফায় পড়ুয়াদের জন্য ভর্তি প্রক্রিয়ার আয়োজন করছে বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিদ্যা, সংস্কৃত, সাঁওতালি, ভূগোল, গণিত, রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, অর্থনীতি, শারীরশিক্ষা, রেশমচাষের মতো নানা বিষয়ে আসন খালি রয়েছে। জাতীয় শিক্ষানীতি মেনে বিভিন্ন বিষয়ে মেজর ও মাইনর— দু’ধরনের কোর্স করারই সুযোগ থাকবে। এর মধ্যে সর্বাধিক শূন্য আসন রয়েছে সংস্কৃতে। ওই বিভাগে শূন্য আসন ৩৩৫।

Advertisement

প্রতি বিষয়ে আবেদনের জন্য রয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি। আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। আগামী ৫ নভেম্বর আবেদনের শেষ দিন। মেধাতালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement