প্রতীকী চিত্র।
আইনের স্নাতক এবং স্নাতকোত্তর প্রবেশিকা কমন ল অ্যাডমিশন টেস্ট (ক্ল্যাট) ২০২৬-এর আয়োজন করা হবে আগামী ৭ ডিসেম্বর। এ জন্য গত অগস্টে শুরু হয়েছিল আবেদন প্রক্রিয়া। এ বার পরীক্ষায় নাম নথিভুক্তকরণের সময়সীমা বাড়ানো হল কনসরটিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ় (এনএলইউ)।
দেশের বিভিন্ন আইন শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আইন নিয়ে উচ্চশিক্ষার জন্য জাতীয় স্তরে ক্ল্যাটের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে আয়োজন করা হয় পরীক্ষার। চলতি বছরে ৭ ডিসেম্বর দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষা হবে খাতা-কলমে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেশের ২৫টি জাতীয় আইন বিশ্ববিদ্যালয় এবং অন্য কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানেও আইন নিয়ে পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা।
গত জুলাইয়ে পরীক্ষার দিন ঘোষণার পাশাপাশি জানানো হয়েছিল আবেদনের দিনক্ষণও। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ অগস্ট শুরু হয় পরীক্ষায় আবেদন গ্রহণ। যার শেষ দিন ছিল গত ৩১ অক্টোবর। সম্প্রতি আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, পরীক্ষার্থীদের কথা ভেবে এই সময়সীমা বাড়িয়ে আগামী ৭ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ৩,৫০০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৪,০০০ টাকা।