JU Admission 2025

স্নাতক উত্তীর্ণ? পিজি ডিপ্লোমা করতে পারেন মানবাধিকারে যাদবপুরে শুরু ভর্তি প্রক্রিয়া

আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় গিয়ে জমা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ২০:১৬
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিশ্ব জুড়ে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিনিয়ত চলছে নানা আলোচনা। তারই মধ্যে বিগত বছরগুলির মতো এ বছরও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে এই বিষয় সংক্রান্ত খুঁটিনাটি। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। এর জন্য আগ্রহীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তরফে ‘হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিজ়’ শীর্ষক এই কোর্স পড়ানো হবে। অর্থাৎ শুধু মানবাধিকার নয়, মানুষের দায়িত্ব সম্পর্কেও সম্যক ধারণা দেওয়া হবে এই কোর্সে। কোর্সটি পিজি ডিপ্লোমা ধরনের। যা চলবে এক বছর ধরে। মোট ৫০টি আসনে পড়ুয়াদের কোর্সে ভর্তি নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে ক্লাসের আয়োজন করা হবে সন্ধেবেলা।

কোর্সে আবেদন করতে পারবেন যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকেরা। কোর্স ফি ৮,০০০ টাকা। এ ছাড়া অতিরিক্ত ১,৪৪০ টাকা জিএসটিও দিতে হবে।

Advertisement

আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় গিয়ে জমা দিতে হবে। আগামী ২৮ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement