বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটা জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিশ্ববিদ্যালয়ে চুক্তির ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। শূন্যপদ এবং বেতনের পরিমাণ উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। তবে জানানো হয়েছে, নিযুক্তদের পপুলেশন, হেলথ্ এবং ডেভেলপমেন্টের মতো বিষয় পড়াতে হবে।
আবেদনকারীদের পপুলেশন স্টাডিজ, ভূগোল, জনস্বাস্থ্য, ডেমোগ্রাফি, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিদ্যা, অর্থনীতি, ইতিহাস, মানবীবিদ্যা, পাবলিক পলিসি বা সম্পর্কিত বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ১৩ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।