JEE Main 2026

ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না জেইই মেন-এ! নিজেদের বিজ্ঞপ্তির ভুল স্বীকার করে জানাল এনটিএ

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রতি বছরই জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৫:৩২
Share:

প্রতীকী চিত্র।

আগামী বছরের জয়েন্ট এন্ট্রান্স এক্‌জ়ামিনেশন (জেইই) মেন-এর ভার্চুয়াল বা অনলাইন ক্যালকুলেটর ব্যবহারের সুবিধা দেওয়া হবে পরীক্ষার্থীদের। প্রাথমিক ভাবে ইনফরমেশন বুলেটিন-এ এমনটাই ঘোষণা করেছিল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এ বার সেই সিদ্ধান্ত থেকে পিছু হটলেন কর্তৃপক্ষ। রবিবার রাতে এ সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি জারি করেছে এনটিএ।

Advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তিতে এনটিএ-র স্বীকারোক্তি, ইনফরমেশন বুলেটিনে ভুলবশত এই তথ্য ছাপা হয়েছে। ফলে অনেক পরীক্ষার্থীই অনলাইন ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বিভ্রান্ত হয়েছেন। এ জন্য তারা দুঃখিত বলেও দাবি করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, পরীক্ষায় অনলাইন বা অফলাইন— কোনও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য প্রতি বছরই জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। আগামী বছর জেইই মেন-এর প্রথম পর্বের পরীক্ষা হবে ২১ থেকে ৩০ জানুয়ারি। দ্বিতীয় পর্বের পরীক্ষা চলবে ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত। পরীক্ষার প্রথম পর্বের জন্য জেইই মেন-এর ওয়েবসাইট jeemain.nta.nic.in -এ শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত।

Advertisement

অধিকাংশ বিষয়েই সিবিটি মাধ্যমে জেইই মেন-এর আয়োজন করা হবে। পরীক্ষায় প্রথম পত্রের বিই এবং বিটেক এবং দ্বিতীয় পত্রের বিপ্ল্যান-এর প্রবেশিকা হবে সিবিটি বা কম্পিউটারের মাধ্যমে। কিন্তু দ্বিতীয় পত্রের বিআর্ক-এর ক্ষেত্রে অঙ্কনধর্মী প্রশ্ন থাকায় উত্তর দিতে হবে ‘পেন অ্যান্ড পেপার’ বা খাতায় কলমে।

বিই এবং বিটেক-এ ভর্তির জন্য নেওয়া হবে প্রথমপত্রের পরীক্ষা। দ্বিতীয়পত্রের (এ এবং বি) পরীক্ষা নেওয়া হবে যাঁরা বিআর্ক এবং বিপ্ল্যান-এর কোর্সে ভর্তি হতে চান, তাঁদের জন্য। দু’ক্ষেত্রেই পরীক্ষার জন্য বরাদ্দ সময় তিন ঘণ্টা। পরীক্ষায় থাকবে নেগেটিভ মার্কিংও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement