স্পাইসেস বোর্ড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রের ব্যবসা এবং বাণিজ্য মন্ত্রক অধীনস্থ স্পাইসেস বোর্ড-এর তরফে চাকরির সুযোগ। কলকাতায় সংস্থার কোয়ালিটি ইভ্যালুয়েশন ল্যাবরেটরি-তে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগে থেকে কোনও ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে না।
সংস্থার কলকাতার ল্যাবরেটরিতে নিয়োগ হবে ট্রেনি অ্যানালিস্ট কেমিস্ট্রি পদে। শূন্যপদ দু’টি। প্রথমে দু’বছর সংশ্লিষ্ট পদে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। এর পর এই মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে। তাঁদের পারিশ্রমিক হবে মাসে ২০,০০০ টাকা।
আবেদনকারীদের রসায়নে স্নাতক বা রসায়ন-সহ অন্য বিষয়ে স্নাতক হতে হবে। আগামী ৩ ডিসেম্বর বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু সকাল সাড়ে ১০টা থেকে। প্রার্থীদের ওই দিন আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে যথাসময়ে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।