কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
স্নাতকোত্তরে পূরণ হয়নি আসন। তাই বেশ কিছু কোর্সে তৃতীয় দফায় ভর্তি প্রক্রিয়া শুরু করেছে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। মূল এবং দ্বিতীয় ক্যাম্পাসের জন্য এই ভর্তির আয়োজন করা হয়েছে। শুধু স্নাতকোত্তর নয়, স্নাতক স্তরের একটি বিষয়েও পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে বলে জানানো হয়েছে। এ জন্য অনলাইনে পড়ুয়াদের থেকে আবেদন গ্রহণ করা হবে।
স্নাতকোত্তর স্তরে প্রথম এবং দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরও বিভিন্ন বিষয়ের নানা কোর্সে বেশ কিছু আসন খালি। জানানো হয়েছে, এমএ (সাধারণ এবং ইভিনিং সেলফ ফিন্যান্সিং কোর্স), এমএসসি, এমকম, এলএলএম, এমএলআইএস-এর পাশাপাশি খালি রয়েছে বিএলআইএস-এর আসনও।
বিশ্ববিদ্যালয়ের তরফে স্নাতকোত্তরে বাংলা, ইংরেজি, হিন্দি, ইতিহাস, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ভূগোল, এডুকেশন, অর্থনীতি, রসায়ন, পদার্থবিদ্যা, বাণিজ্য নিয়ে যেমন পড়ার সুযোগ রয়েছে, তেমনি কর্পোরেট ও কমার্শিয়াল ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিজ়-এ এলএলএম ডিগ্রি কোর্সে ভর্তিরও সুযোগ রয়েছে। এ ছাড়া লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে বিএলআইএস এবং এমএলআইএস ডিগ্রি অর্জনেরও সুযোগ পাবেন পড়ুয়ারা।
কলা বিভাগের নানা বিষয়ে এমএ কোর্সে ভর্তির জন্য পড়ুয়াদের সংশ্লিষ্ট বিষয়ে বিএ অনার্স নিয়ে উত্তীর্ণ হতে হবে। অন্য কোর্সে ভর্তির জন্য রয়েছে যোগ্যতার আলাদা মাপকাঠি।
পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ ভর্তির আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৪ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত। এর পর সমস্ত কোর্সে মেধার ভিত্তিতে পড়ুয়া ভর্তি নেওয়া হবে। মেধাতালিকা প্রকাশ করা হবে ৫ নভেম্বর। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।