আইআইটি বম্বে। ছবি: সংগৃহীত।
দেশের বিভিন্ন নামী এবং প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে টেকনোলজিক্যাল ডিজ়াইন-এর স্নাতক ও স্নাতকোত্তরের কোর্সে ভর্তির প্রবেশিকা সিড এবং ইউসিড। ২০২৬-এর জন্য দু’টি পরীক্ষায় আবেদনের জন্যই বৃদ্ধি পেল সময়সীমা।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে স্নাতকোত্তরের সিড (কমন এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর ডিজ়াইন) এবং ইউসিড (আন্ডারগ্র্যাজুয়েট কমন এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর ডিজ়াইন)-এর আয়োজন করে আইআইটি বম্বে। আগামী বছর ১৮ জানুয়ারি হবে দু’টি পরীক্ষা। সে দিন একটি মাত্র শিফটে পরীক্ষা হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে পরীক্ষা।
সিড এবং ইউসিড-এ উত্তীর্ণেরা আইআইটি বম্বে, আইআইটি দিল্লি, আইআইটি গুয়াহাটি, আইআইটি হায়দরাবাদ, আইআইটি ইনদওর, আইআইটি রুরকি-এর মতো নানা প্রতিষ্ঠানে টেকনোলজিক্যাল ডিজ়াইন নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
চলতি বছরে গত ১ অক্টোবর থেকে শুরু হয়েছিল দু’টি পরীক্ষার আবেদন প্রক্রিয়া। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ২০০০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৪০০০ টাকা ধার্য করা হয়। আবেদনের শেষ দিন ছিল গত ৩১ অক্টোবর। এ বার সেই মেয়াদ বাড়িয়েই ৫ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।