PNB Recruitment 2025

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৭৫০ জন কর্মীর খোঁজ, কাজ করতে হতে পারে রাজ্যেই! আবেদনের শেষ দিন কবে?

নিযুক্তদের বেতনক্রম মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ১৮:৫৯
Share:

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-এ উচ্চপদে চাকরির সুযোগ রয়েছে। এই মর্মে ব্যাঙ্কের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের ওয়েবসাইটে। জানানো হয়েছে, ৭০০-রও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে কর্মীদের। এ জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে লোকাল ব্যাঙ্ক অফিসার (এলবিও) পদে। মোট শূন্যপদ ৭৫০টি। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ৯০টি শূন্যপদ। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের ‘প্রোবেশন’-এ রাখা হবে দু’বছর। নিযুক্তদের বেতনক্রম মাসে ৪৮,৪৮০ থেকে ৮৫,৯২০ টাকা।

প্রার্থীদের বয়স ২০-৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়ার পাশাপাশি ন্যূনতম এক বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। প্রয়োজন স্থানীয় ভাষায় পারদর্শিতাও।

Advertisement

অনলাইনে লিখিত পরীক্ষা, স্ক্রিনিং, সংশ্লিষ্ট ভাষায় দক্ষতা পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য প্রার্থী বাছাই করা হবে। এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে প্রার্থীদের। আবেদনমূল্য বাবদ সংরক্ষিতদের ৫৯ টাকা এবং অসংরক্ষিতদের ১১৮০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৩ নভেম্বর। এ বিষয়ে বিশদ জানা যাবে ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement