প্রতীকী চিত্র।
বীরভূম জেলায় মনস্তত্ত্বে আগ্রহীদের জন্য রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, রামপুরহাট স্বাস্থ্য জেলায় জাতীয় মানসিক স্বাস্থ্য প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। প্রার্থীদের থেকে এ জন্য ৬ নভেম্বর থেকে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে।
জেলায় নিয়োগ হবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট/ সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক নার্স পদে। শূন্যপদ তিনটি। দু’টি পদেই অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সাইকিয়াট্রিক নার্স পদে আবেদন জানাতে পারবেন সাইকিয়াট্রিক নার্সিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা ডিপ্লোমা যোগ্যতাসম্পন্নেরা। একই ভাবে অন্য পদটিতে আবেদনের জন্য পৃথক যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে।
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদে নিয়োগ হলে নিযুক্তদের বেতন হবে মাসে ৩০,০০০ টাকা। তবে সাইকোলজিস্ট পদে নিযুক্তদের বেতন হবে মাসে ২৮,০০০ টাকা। সাইকিয়াট্রিক নার্সদের বেতনের পরিমাণ মাসে ২৮,০০০ টাকা।
উভয় পদেই নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
চাকরিপ্রার্থীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। একই সঙ্গে সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ২৪ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।