প্রতীকী চিত্র।
বীরভূমের রামপুরহাট স্বাস্থ্যজেলায় কাজের সুযোগ। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, জেলায় জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কাজের জন্য কর্মী প্রয়োজন। প্রার্থীদের থেকে এ জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে। যা শুরু হবে ৬ নভেম্বর থেকে।
জেলায় নিয়োগ হবে মাল্টিরিহ্যাবিলিটেশন ওয়ার্কার এবং ভিবিডি টেকনিক্যাল সুপারভাইসর পদে। শূন্যপদ তিনটি। দু’টি পদেই অনূর্ধ্ব ৪০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। মাল্টিরিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে আবেদন জানাতে পারেন ফিজ়িয়োথেরাপি বিষয়ে স্নাতকেরা। পাশাপাশি, তাঁদের কোনও হাসপাতালে কাজের দু’বছরের অভিজ্ঞতা থাকা জরুরি। একই ভাবে অন্য পদটিতে আবেদনের জন্য পৃথক যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়েছে।
মাল্টিরিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে নিযুক্তদের বেতন মাসে ১৮,০০০ টাকা এবং এবং ভিবিডি টেকনিক্যাল সুপারভাইসর পদে নিযুক্ত ব্যক্তির বেতন মাসে ২২,০০০ টাকা। পদের ভিত্তিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, কম্পিউটার পরিচালনার দক্ষতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
চাকরিপ্রার্থীদের এ জন্য রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। একইসঙ্গে সংরক্ষিতদের ৫০ টাকা এবং অসংরক্ষিতদের ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ২৪ নভেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।