বিদেশি ভাষা শেখার সুযোগ রয়েছে কোথায়? ছবি: সংগৃহীত।
ভাবের প্রকাশের জন্য ভাষাজ্ঞান থাকা আবশ্যক। তাই, জাতীয় শিক্ষানীতি, ২০২০ অনুযায়ী মাতৃভাষা চর্চার উপর বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে। তবে, চাকরির ক্ষেত্রে বিদেশি ভাষায় সাবলীল হওয়াও সমান ভাবে প্রয়োজন। তাই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে হিন্দি, মরাঠি, সংস্কৃতের পাশাপাশি, চিনা, জাপানি, জার্মান, ফরাসি, কোরিয়ানের মতো বিদেশি ভাষাও পড়ানো হয়ে থাকে।
তবে, দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পরেও বিদেশি ভাষা নিয়ে স্নাতক, স্নাতকোত্তর স্তরে পড়াশোনার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে কী কী বিষয় কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়ে থাকে, তার একটি তালিকা দেওয়া হল—
১. কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে আরবি, চাইনিজ়, ফরাসি, জার্মান, কোরিয়ান, রাশিয়ান, স্প্যানিশ, ফারসি-সহ মোট ন’টি বিদেশি ভাষা এবং পাঁচটি ভারতীয় ভাষায় উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ডিগ্রি ছাড়াও ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স করানো হয়ে থাকে। কোর্সের ক্ষেত্রে এক থেকে তিন হাজার টাকা এবং পিএইচডি-র ক্ষেত্রে ১৮ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে।
দ্বাদশ উত্তীর্ণরা ডিগ্রি কোর্সের পাশাপাশি, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সও করতে পারবেন। প্রতীকী চিত্র।
২. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গোয়েজেস অ্যান্ড কালচার বিভাগের তরফে আরবি, চাইনিজ়, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, জাপানিজ়, রাশিয়ান, স্প্যানিশ, তিব্বতি ভাষায় সার্টিফিকেট কোর্স করানো হয়ে থাকে। কোর্সের খরচ ২৩০০ টাকা।
৩. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে মোট ১১টি বিষয়ে সার্টিফিকেট কোর্স করানো হয়। তবে এর মধ্যে ফ্রেঞ্চ, জাপানিজ় ভাষায় অ্যাডভান্সড ডিপ্লোমা এবং ডিপ্লোমা ও রাশিয়ান, স্প্যানিশ, কোরিয়ান ভাষায় ডিপ্লোমা কোর্স করানো হয়। ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সগুলির জন্য কোর্স ফি যথাক্রমে ৭,২৮৫ টাকা এবং ৮,০৭২ টাকা।
৪. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আরবি, চাইনিজ়, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, জাপানিজ়, রাশিয়ান, স্প্যানিশ, তিব্বতি, মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গোয়েজ বিষয়ে ডিগ্রি কোর্সের পাশাপাশি সার্টিফিকেট কোর্সও করানো হয়ে থাকে। খরচ পাঁচ থেকে ছ’হাজার টাকা।
৫. বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফ্রেঞ্চ এবং রাশিয়ান ভাষায় ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা, সার্টিফিকেট কোর্স করানো হয়ে থাকে। তবে, প্রতিটি কোর্সের ক্ষেত্রে খরচ ২,২৭৫ টাকা।
৬. এ ছাড়াও উচ্চশিক্ষা বিভাগের অধীনস্থ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ় স্টাডিজ অ্যান্ড রিসার্চের তরফে ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ; আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ে স্প্যানিশ থেকে বাংলায় ও বাংলা থেকে স্প্যানিশ ভাষায় অনুবাদের উপর ‘কোর্স’ এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তরফে আরবি, চাইনিজ়, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, জাপানিজ়, রাশিয়ান, স্প্যানিশ, তিব্বতি, পর্তুগিজ, ফারসি, লাতিন, গ্রিক ভাষার কোর্স করানো হয়ে থাকে।
৭. রাজ্যের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে বিদেশি ভাষায় স্নাতক বা স্নাতকোত্তর স্তরের কোর্স করার জন্য পাঁচ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
শিক্ষাগত যোগ্যতা:
সার্টিফিকেট, ডিপ্লোমা এবং ডিগ্রি কোর্সগুলির ক্ষেত্রে মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা ক্লাস করার সুযোগ পায়। তবে, স্নাতকোত্তর স্তরে কিংবা পিএইচডি-র ক্ষেত্রে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা আবেদনের সুযোগ পাবেন। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকার মাধ্যমে উল্লিখিত কোর্সে ভর্তি নেওয়া হয়ে থাকে।
বিদেশি ভাষা নিয়ে পড়াশোনার পর চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। মাতৃভাষার পাশাপাশি, অন্তত একটি বিদেশি ভাষায় দক্ষতা থাকলে অনুবাদক কিংবা সরকারি বিভাগের মুখপাত্র হিসাবেও চাকরির সুযোগ রয়েছে। এ ছাড়াও গবেষণার ক্ষেত্রেও বিদেশি ভাষা নিয়ে চর্চা করতে পারবেন আগ্রহীরা।
চলতি শিক্ষাবর্ষে যাদবপুর, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষার কোর্সের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা ২০ জুলাই পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।