—ফাইল চিত্র।
একদিকে নতুন নিয়োগের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) উচ্চ প্রাথমিকের ২০১৬ অষ্টম কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করল। এ ছাড়াও কোন প্রার্থীদের ডাকা হবে, কোন স্কুল এই সুযোগ পাবে, সেই সম্পর্কিত তথ্যও এসএসসি-র ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ১ অগস্ট অষ্টম কাউন্সেলিংয়ের জন্য চাকরিপ্রার্থীদের ডেকে পাঠিয়েছে এসএসসি। এই পর্বে ৪৮ জন শিক্ষক পদপ্রার্থীর কাউন্সেলিং হবে।
এর আগে মোট সাতটি কাউন্সেলিং পর্বে দফায় দফায় চাকরিপ্রার্থীদের ডেকে পাঠানো হয়েছে। প্রথম বার ৮,৭৪৯ জন, দ্বিতীয় বার ২,৫৯৫ জন, তৃতীয় বার ৭২৪ জন, চতুর্থ বার ২৬১ জন, পঞ্চম বার ১৫৩ জন এবং ষষ্ঠ বার ৭২৭ জন, এবং সপ্তম দফার কাউন্সেলিংয়ের জন্য ১২১ জন প্রার্থীকে ডেকে পাঠানো হয়েছে।
হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, চার সপ্তাহের মধ্যে ১৪,০৫২ জনের চাকরি সুনিশ্চিত করে স্কুল সার্ভিস কমিশনকে মেধাতালিকাও প্রকাশ করতে হবে। কমিশন এর পর মেধাতালিকা প্রকাশ করে এবং দফায় দফায় কাউন্সেলিংয়ের মাধ্যমে সুপারিশপত্র দেওয়া শুরু হয়। এখনও পর্যন্ত সেই সুপারিশপত্র গ্রহণ করেছেন ৯,৫১৭ জন। সুপারিশপত্র পেলেই স্কুল থেকে নিয়োগপত্র নেওয়ার কাজটি চাকরিপ্রার্থীদের করতে হবে। তবে, বহু চাকরিপ্রার্থী নিয়োগপত্র সংগ্রহ করলেও বিভিন্ন কারণ দেখিয়ে কাজে যোগ দেননি।
অষ্টম দফায় ৪৮ জনকে ডাকার ফলে ১২৭২৩ জনের কাউন্সেলিং হবে। এখনও ১২৪১ জনের বাকি থাকবে।