তেজপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার সুযোগ দিচ্ছে অসমের তেজপুর বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এটি চারটি সেমেস্টারে বিভক্ত, দু’বছরের কোর্স। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আবেদন করবেন কী ভাবে?
তেজপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি এক হাজার টাকা আবেদনমূল্য জমা দেওয়া দরকার। আবেদন প্রক্রিয়া ৩১ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে। আবেদনকারীদের কুয়েট ২০২৫, ম্যাট, ক্যাট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তা হলেই মেধার ভিত্তিতে সুযোগ মিলবে।