PhD Admission 2025

গুজরাতের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ! আবেদনের জন্য মানতে হবে কোন শর্ত?

হিন্দি, ন্যানো সায়েন্সেস, সিকিউরিটি স্টাডিজ়, ইকোনমিক্স, কেমিক্যাল সায়েন্সেস, ইন্টারন্যাশনাল পলিটিক্স, সোশ্যাল ম্যানেজমেন্ট-সহ আরও বিষয়ে পিএইচডি-তে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৯:৫৪
Share:

গুজরাত বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যে সকল পড়ুয়া রাজ্যের বাইরে গিয়ে উচ্চস্তরে পড়াশোনা করতে চান, তাঁরা খোঁজ নিতে পারেন গুজরাত বিশ্ববিদ্যালয়ে। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পিএইচডি করার সুযোগ রয়েছে। মোট আসন সংখ্যা ২৫৪টি।

Advertisement

হিন্দি, ন্যানো সায়েন্সেস, সিকিউরিটি স্টাডিজ়, ইকোনমিক্স, কেমিক্যাল সায়েন্সেস, ইন্টারন্যাশনাল পলিটিক্স, সোশ্যাল ম্যানেজমেন্ট-সহ আরও বিষয়ে পিএইচডি-তে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে গুজরাত বিশ্ববিদ্যালয়। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে গুজরাত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ নভেম্বর ২০২৫। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে গুজরাত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement