WB Govt Job 2025

কালিম্পং জেলার স্বাস্থ্য বিভাগে ১৭ জন কর্মী প্রয়োজন, আবেদন করবেন কী ভাবে?

মোট শূন্যপদ ১৭টি। প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৫:৩০
Share:

প্রতীকী ছবি।

গবেষণার কাজে কর্মী নিয়োগ করতে চলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Advertisement

সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতিষ্ঠানের বায়োটেকনোলজি বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য এই নিয়োগ। প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। ‘ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ এবং ‘সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বায়োটেকনোলজি অথবা বায়োসায়েন্স বিষয়ে মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। মাস্টার অফ সায়েন্স ডিগ্রি, পিএইচডি করা থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ। ২০ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় সময়মাফিক পৌঁছাতে হবে। কী কী নথি লাগবে তা জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ‘হোমপেজ’ থেকেই বিজ্ঞপ্তিটি সংগ্রহ করা যাবে। সেখান থেকেই এই বিষয়ে যাবতীয় তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement