Convocation

প্র্যাক্সিস বিজ়নেস স্কুলের সমাবর্তনে ৬৬ পড়ুয়ার হাতে তুলে দেওয়া হল ডিপ্লোমার শংসাপত্র

প্রধান অতিথি হিসাবে সমাবর্তনের মঞ্চে ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি এবং শিক্ষাবিদ প্রমথরাজ সিন্‌‌হা। ৬৬ জন পড়ুয়ার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৩ ১৭:৫০
Share:

প্রধান অতিথি হিসাবে সমাবর্তনের মঞ্চে ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি এবং শিক্ষাবিদ প্রমথরাজ সিন্‌‌হা। নিজস্ব চিত্র।

হয়ে গেল প্র্যাক্সিস বিজ়নেস স্কুলের সমাবর্তন অনুষ্ঠান। গত ৭ এপ্রিল প্র্যাক্সিস বিজ়নেস স্কুলের ২০২৩ বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট (পিজিডিএম)-এর ১৫তম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ৬৬ জন পড়ুয়ার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

Advertisement

প্রধান অতিথি হিসাবে সমাবর্তনের মঞ্চে ছিলেন বিশিষ্ট উদ্যোগপতি এবং শিক্ষাবিদ প্রমথরাজ সিন্‌‌হা। ভারতীয় উচ্চশিক্ষায় তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। শিক্ষাক্ষেত্রে পা রাখার আগে ম্যাকিনসে অ্যান্ড কোম্পানির অংশীদার ছিলেন তিনি। পাশাপাশি এবিপি নিউজের সিইও পদের দায়িত্ব সামলেছেন। সিএনবিসি-টিভি১৮-এর ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন তিনি। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্র্যাক্সিস বিজ়নেস স্কুলের বোর্ড অফ গভর্নরসের চেয়ারপার্সন কমলেশ সাজনানি। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্র্যাক্সিস বিজ়নেস স্কুলের ডিরেক্টর পৃথ্বীশ মুখোপাধ্যায়। পিজিডিএম স্নাতকদের হাতে সাম্মানিক তুলে দেন কমলেশ সাজনানি।

Advertisement

সমাবর্তনে ৬৬ জন পড়ুয়ার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।

সমাবর্তনের সন্ধ্যায় প্রমথরাজ ব্যাখ্যা করেন জীবনে সফল হওয়ার যাত্রাপথে সততা, দায়িত্বশীল, ত্যাগ, পরিশ্রমের মতো গুণগুলির গুরুত্ব কতটা। অনুষ্ঠানে বক্তৃতা করেন প্র্যাক্সিস বিজ়নেস স্কুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর চরণপ্রীত সিংহ। তিনি তাঁর বক্তৃতায় জানান, সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে ওই পড়ুয়াদের শিক্ষাজীবনের সমাপ্তি ঘটল। সেই সঙ্গে শুরু হল কর্পোরেট দুনিয়ায় যাত্রা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন