WBCHSE Semester Rules

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাথমিক শিক্ষকদের গার্ড দিতে হবে, বর্ষা নিয়ে সতর্ক শিক্ষা সংসদ

শিক্ষা সংসদের প্রকাশিত বিধিতে শিক্ষক ঘাটতি প্রসঙ্গ উঠে এসেছে। কোথাও যদি শিক্ষক ঘাটতি থাকে তা হলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকেরাও ইনভিাজিলেটর হিসেবে কাজ করতে পারবেন বলে শিক্ষা সংসদের তরফ থেকে উল্লেখ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ২৩:৩৯
Share:

প্রতীকী চিত্র।

চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে বছরে দু'বার। তৃতীয় সিমেস্টরের পরীক্ষা শুরু ৮ সেপ্টেম্বর শেষ ২২ সেপ্টেম্বর। এ বছরই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে ওএমআর শিটে । তার আগে পরীক্ষার নিরাপত্তা ও নিয়মাবলি নিয়ে ২৩ পাতার বিধি প্রকাশ করল শিক্ষা সংসদ।

Advertisement

শিক্ষা সংসদের প্রকাশিত বিধিতে শিক্ষক ঘাটতি প্রসঙ্গ উঠে এসেছে। কোথাও যদি শিক্ষক ঘাটতি থাকে তা হলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকেরাও ইনভিাজিলেটর হিসেবে কাজ করতে পারবেন বলে শিক্ষা সংসদের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। তবে তাদের প্রত্যেকেই স্থায়ী পদের শিক্ষক হতে হবে। আর এ বছর প্রথম অ্যাডমিট কার্ড দেওয়া হবে অনলাইনে। যা পরীক্ষার্থীরা নিজেরাই ডাউনলোড করতে পারবে। একজন পরীক্ষার্থী প্রথম দিন অ্যাডমিট কার্ড ভুলে গেলেও তার পরীক্ষা বাতিল বলে গণ্য হবে না। পরীক্ষার্থীকে দ্বিতীয় দিন অ্যাডমিট কার্ড অবশ্যই আনতে হবে বলে বিধিতে উল্লেখ করা হয়েছে।

এ বছরের উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু সেপ্টেম্বরে। সাধারণত বাংলায় বর্ষা বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। তাই সেই সময় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হলে প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করতে হবে। অতীতে দেখা গিয়েছে বেশ কিছু এলাকা রয়েছে যেখানে অল্প ভারী বর্ষণেও বন্যা পরিস্থিতি তৈরি হয়। সেই সমস্ত এলাকার পরীক্ষার্থীদের যাতে কোনও অসুবিধে না হয় সে দিকটা নজর রাখবে প্রশাসন। ‌

Advertisement

উচ্চ মাধ্যমিকের প্রধান পরীক্ষা কেন্দ্র এবং প্রশ্নপত্র রাখার জায়গা এমন এলাকায় করতে হবে যেখানে বন্যার কোন ইতিহাস নেই। কোন‌ও পরীক্ষা কেন্দ্রে বন্যা পরিস্থিতি তৈরি হলে শেষ মুহূর্তে সেই কেন্দ্র পাল্টানো হতে হবে বলে বিধিতে উল্লেখ করা হয়েছে। এ বারে ওএমআর শিট উত্তরপত্র পরীক্ষা কেন্দ্র থেকে প্যাকেট করে ট্রেনে পাঠানো যাবে না। কারণ বৃষ্টিতে ভিজে যাওয়ার আশঙ্কা করছে শিক্ষা সংসদ। পরীক্ষার পর উত্তরপত্র যেখানে সংরক্ষিত থাকবে সেখান থেকে নিকটবর্তী ক্যাম্প অফিসে গাড়ি ভাড়া করে পাঠাতে হবে। ক্যাম্প অফিস থেকে কাউন্সিল ওই উত্তরপত্র সংগ্রহ করে নেবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন,‘‘উচ্চ মাধ্যমিক স্তরের মূল্যায়ন তৃতীয় ও চতুর্থ সেমিস্টার মিলিয়ে হবে। তৃতীয় সেমিস্টার একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ এই পরীক্ষাটি পুরোটাই হবে ওএমআর শিটে। যে হেতু ঘোর বর্ষার মধ্যে পরীক্ষা হবে তাই বেশ কিছু পরিবর্তন করা হয়েছে বিধিতে।’’

আগে ছিল কোন‌ও পরীক্ষার্থী মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ধরা পড়লে তার পুরো পরীক্ষা বাতিল হত। এ বার নয়াবিধিতে সেই নিয়মের ও পরিবর্তন করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কোন পরীক্ষার্থীর খারাপ আচরণেও তার সমস্ত পরীক্ষা বাতিল হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘বেশ কিছু নতুন পদক্ষেপ করা হয়েছে। বিশেষ করে বর্ষাজনিত কারণ আর নিরাপত্তার কারণে। এগুলোর সমালোচনার অবকাশ না থাকলেও কিছু কিছু ক্ষেত্র প্রশাসনের আর একটু সক্রিয় ভূমিকা আশা করা যায়, শুধু স্কুল বা শিক্ষকদের উপর দায় চাপিয়ে দিলে হবে না। তা ছাড়া প্রাথমিক শিক্ষকেরা এই পরীক্ষায় ইনভিজিলেটর হিসেবে কাজ করবেন কেন?’’

যে হেতু তৃতীয় সেমিস্টারের পরীক্ষা মাত্র এক ঘণ্টা ১৫ মিনিটের তাই পরীক্ষা চলাকালীন শৌচালায় যেতে পারবে না কোন পরীক্ষার্থী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement