প্রতীকী চিত্র।
গত মাস থেকে শুরু হয়েছে মেডিক্যালের স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা নিট পিজি-র কাউন্সেলিং। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত চলবে কাউন্সেলিং। কলকাতার ডিরেক্টরেট অফ মেডিক্যাল এডুকেশন-এর তরফে বৃহস্পতিবার থেকে শুরু করা হয়েছে রাজ্যের নিট পিজি কাউন্সেলিং প্রক্রিয়া।
রাজ্যের নিট পিজি কাউন্সেলিং প্রক্রিয়া মোট তিনটি রাউন্ডে সম্পন্ন হবে। এর পর প্রতিষ্ঠানগুলিতে আসন খালি থাকলে অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের মাধ্যমে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।
রাজ্যে নানা মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকোত্তরে ভর্তির কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ডের জন্য বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। যা চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত। বিভিন্ন কলেজে মেডিক্যালের স্নাতকোত্তরের ভর্তির জন্য শূন্য আসনের সংখ্যা ঘোষণা করা হবে ১১ নভেম্বর। পড়ুয়ারা এর পর ১১ থেকে ১৩ নভেম্বরের মধ্যে নিজেদের পছন্দের কলেজ এবং কোর্স বেছে নেওয়ার সুযোগ পাবেন। বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ১৭ নভেম্বর। নির্ধারিত কলেজে পড়ুয়াদের এর পর সমস্ত নথি নিয়ে ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে উপস্থিত হতে হবে।
রাজ্যের দ্বিতীয় রাউন্ডের নিট পিজি কাউন্সেলিং প্রক্রিয়ার রেজিস্ট্রেশন চলবে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত। কলেজগুলিতে মোট আসন বিন্যাসের তথ্য প্রকাশিত হবে ২৯ নভেম্বর। পড়ুয়ারা পছন্দের কলেজ ও কোর্স বেছে নিতে পারবেন ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে। বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ৫ ডিসেম্বর। সংশ্লিষ্ট কলেজগুলিতে পড়ুয়াদের ভর্তির জন্য সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে ৬ থেকে ১০ ডিসেম্বরের মধ্যে।
উল্লেখ্য, নিট পিজি উত্তীর্ণেরা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমডি, এমএস, পিজি ডিপ্লোমা, ডিএনবি-র মতো প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন। তাঁদের অল ইন্ডিয়া কোটা, স্টেট কোটা, সেন্ট্রাল ইন্টারনাল কোটা, ইন সার্ভিস কোটা এবং ম্যানেজমেন্ট কোটার ভিত্তিতে নানা কোর্সে ভর্তি নেওয়া হয়।