ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)। ছবি: সংগৃহীত।
উচ্চ পদে কর্মী নিয়োগ করবে কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)। জানানো হয়েছে, অভিজ্ঞ পেশাদার প্রয়োজন। এ জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থায় অ্যাডভাইজ়র বা পরামর্শদাতা পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে এক বছর, যা পরবর্তী কালে বাড়িয়ে সর্বাধিক আট বছর করা হতে পারে। শর্তসাপেক্ষে নিযুক্ত ব্যক্তির বেতন হবে মাসে ১,২০,০০০-১,৫০,০০০ টাকা।
সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৬০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। তাঁদের স্নাতক যোগ্যতার পাশাপাশি অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা আধিকারিক হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৫ নভেম্বর শেষ দিন। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।