লিলুয়া হোমের ১৫ আবাসিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের

পনেরো জন আবাসিকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করলেন লিলুয়া হোম কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বেলুড় থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের কাছে হোম কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলাদেশি ওই আবাসিকেরাই ওই দিন সকালে মারধর, ভাঙচুর ও পাঁচিল নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৪ ২১:১৬
Share:

পনেরো জন আবাসিকের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করলেন লিলুয়া হোম কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বেলুড় থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের কাছে হোম কর্তৃপক্ষ জানিয়েছেন, বাংলাদেশি ওই আবাসিকেরাই ওই দিন সকালে মারধর, ভাঙচুর ও পাঁচিল নির্মাণকাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িত।

Advertisement

বুধবার সকালে হোমের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন রাজ্যের সমাজকল্যাণ দফতরের অধিকর্তা সোমনাথ মুখোপাধ্যায়, জেলার সমাজকল্যাণ আধিকারিক-সহ অন্য কর্তারা। প্রায় এক ঘণ্টা ধরে তাঁরা লিলুয়া হোমের কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলেন। তবে তাঁরা কেউ কোনও মন্তব্য করতে চাননি। অন্য দিকে, হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘‘হোম থেকে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিষয়টি দেখতে হবে।” মঙ্গলবার সকালে শ্রমিকদের মারধর করে হোমের পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিল ২৫ জন বাংলাদেশি।

এ দিন সকালে বেলুড় থানা থেকে ঘটনার তদন্তে যায় পুলিশ। কিন্তু পুলিশ ও থানার গাড়ি দেখে ফের গণ্ডগোল শুরু করেন বাংলাদেশি আবাসিকেরা। হোমের সীমানা পাঁচিলের কাজ করতে আসা শ্রমিকদের ইট নিয়ে তাড়া করেন। মাচা-মই থেকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এর পরে ফের কাজ বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে রেডিও ফ্লাইং স্কোয়াডের পুলিশ মোতায়েন করা হয়। হাওড়া সদরের মহকুমাশাসক বাণীব্রত দাস বলেন, “হোমের পরিস্থিতি খতিয়ে দেখতেই আধিকারিকেরা গিয়েছিলেন। বাংলাদেশিদের বিষয়টিও দেখা হচ্ছে। ১৫ জন আবাসিক কোনও কথাই শুনতে চাইছেন না। সব সময় গণ্ডগোল করছেন। তাই তাঁদের নামে অভিযোগ করা হয়েছে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন