‘সন্ত্রাস’ ও সম্প্রীতির দুই চিত্র

ভোটের পরে রাজ্যের বিভিন্ন জায়গা সন্ত্রাসের অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত। সেই তালিকায় সর্বশেষ সংযোজন বেহালার সেনহাটি। মঙ্গলবার রাতে সেখানে সিপিএমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ০০:২৯
Share:

ভোটের পরে রাজ্যের বিভিন্ন জায়গা সন্ত্রাসের অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত। সেই তালিকায় সর্বশেষ সংযোজন বেহালার সেনহাটি। মঙ্গলবার রাতে সেখানে সিপিএমের কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে। এর পাশাপাশি দেখা গিয়েছে উল্টো ছবিও। মানিকতলায় তালা লাগিয়ে দেওয়া সিপিএমের অফিস নিজে দাঁড়িয়ে থেকে খুলিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে সেনহাটিতে সিপিএমের কার্যালয় লাগোয়া একটি দোকানের মালিক প্রথম আগুন দেখেন। তাঁর চিৎকারে স্থানীয়েরা এসে আগুন নেভাতে হাত লাগান। পরে দমকল পৌঁছয়। সিপিএমের বেহালা পূর্ব আঞ্চলিক কমিটির সম্পাদক গোপাল বারিকের অভিযোগ, ভোটের ফল বেরোনোর পর থেকেই তাঁদের কার্যালয়ে হামলার হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এ বার সেটি পুড়িয়েই দেওয়া হল। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছেন।

অন্য দিকে, মানিকতলায় তালা লাগিয়ে দেওয়া সিপিএমের একটি অফিস বুধবার দাঁড়িয়ে থেকে খোলান ৩ নম্বর বরোর চেয়ারম্যান তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য রাউত। ফল বেরোনোর পরে একদল তৃণমূল সমর্থক সিপিএমের নির্বাচনী কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনার কথা কানে যায় অনিন্দ্যবাবুর। এ দিন তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ ভোট দিয়েছেন। তার পরেও কোনও গোলমাল হোক, তা আমরা চাই না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন