ভোট মিটতেই তাণ্ডব ১

ভোট মিটতে না মিটতেই ২ সিপিএম কর্মীকে তুলে নিয়ে গিয়ে খুন খণ্ডঘোষে

বর্ধমানের খণ্ডঘোষে ভোট পরবর্তী সংঘর্ষে খুন হলেন দুই সিপিএম কর্মী। মৃতের নাম দুঃখীরাম ডাল (৬২) ও শেখ ফজল হক। এরা দুজনেই খণ্ডঘোষের লোধনাগ্রামের বাসিন্দা। ঘটনায় অভিযোগে আঙুল উঠেছে তৃণমূলের দিকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৬ ০৮:৫৫
Share:

বর্ধমানের খণ্ডঘোষে ভোট পরবর্তী সংঘর্ষে খুন হলেন দুই সিপিএম কর্মী। মৃতের নাম দুঃখীরাম ডাল (৬২) ও শেখ ফজল হক। এরা দুজনেই খণ্ডঘোষের লোধনাগ্রামের বাসিন্দা। ঘটনায় অভিযোগে আঙুল উঠেছে তৃণমূলের দিকে।

Advertisement

বৃহস্পতিবার ভোট মেটার পর থেকে উতপ্ত হয়ে ওঠে ওই এলাকা। তৃণমূল কর্মীরা হামলা চালায় সিপিএম কর্মীদের বাড়িতে। ব্যাপক হারে ভাঙচুরও শুরু করে তারা। সিপিএম কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়লে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসে র‌্যাফ। সেই সময় ওই দু’জন সিপিএম কর্মীকে তৃণমূল কর্মীরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরে রাত ১০টা নাগাদ স্থানীয় একটি মাঠ থেকে গলা ও হাতের শিরা কাটা অবস্থায় দুঃখীরাম ও শেখ ফজলকে উদ্ধার করে গ্রামবাসীরা। তাদের বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎকরা। শেখ ফজল হক সিপিএমের বুথ এজেন্ট ছিলেন।

আরও পড়ুন-হাত যখন ভেঙে দিল, ভোট দেবই

Advertisement

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত দুই ব্যক্তি আগে তৃণমূল করতেন। ভোটের কিছুদিন আগেই তাঁরা সিপিএমে যোগ দেন। তারপর থেকেই দু’জনের উপর আক্রোশ ছিল তৃণমূলের। সেই আক্রোশের জেরে এই খুন বলে অভিযোগ তাঁদের। এর আগেও তাঁদের উপর হামলা হয় বলে জানিয়েছেন গ্রামবাসীরা। এমন কী তাঁদের একঘরে করে দেওয়া হয় বলেও অভিযোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন