West Bengal Assembly Election 2021

Bengal Election: ভোট মিটতেই ফিরলেন ফিরহাদ, কলকাতা-সহ বিভিন্ন পুরসভায় প্রশাসকদের প্রত্যাবর্তন

নির্বাচন না হওয়ায় পুরসভাগুলিতে প্রশাসক বসিয়েছিল রাজ্য। বিধানসভা নির্বাচনের আগে অবশ্য সেই প্রশাসকদের সরিয়ে দেয় নির্বাচন কমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২১ ১৬:০২
Share:

নিজস্ব চিত্র।

বিধানসভা নির্বাচনের আগে পুরসভা নির্বাচন হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতিতে সেই নির্বাচন হয়নি। পুরসভাগুলিতে প্রশাসক বসিয়েছিল রাজ্য। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরে অবশ্য সেই প্রশাসকদের সরিয়ে দেয় নির্বাচন কমিশন। ভোট মিটতেই ফের কলকাতা পুরসভার প্রশাসক পদে ফিরিয়ে আনা হয়েছে ফিরহাদ হাকিমকে। অন্যান্য পুরসভাতেও প্রশাসকদের ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, নির্বাচনের আগে কলকাতার পুর প্রশাসক বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু ভোট মিটে যাওয়ার পরে এখন কলকাতার কোভিড পরিস্থিতি মোকাবিলা সব থেকে বেশি প্রয়োজনীয়। এ ছাড়া পুর এলাকার জল সরবরাহ, নিকাশি ব্যবস্থা, বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণ-সহ এলাকার একাধিক উন্নয়নমূলক কাজের জন্য একটা নির্দিষ্ট প্রশাসনিক সংস্থার প্রয়োজন হয়। তাই বিপর্যয় মোকাবিলা আইন, ২০০৫ অনুযায়ী প্রশাসনিক বোর্ডকে ফিরিয়ে আনা হচ্ছে।

নবান্নের তরফে এই নির্দেশিকায় বলা হয়েছে কলকাতা পুরসভার চেয়ারপার্সনের দায়িত্ব পালন করবেন ফিরহাদ হাকিম। এ ছাড়া বোর্ডের এই তালিকায় রয়েছেন অতীন ঘোষ, দেবব্রত মজুমদার, দেবাশিস কুমাররা। কলকাতা পুরসভার মতো রাজ্যের অন্যান্য পুরসভাতেও প্রশাসক ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

Advertisement

এ দিকে মঙ্গলবার বিকেলেই কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছেন ফিরহাদ হাকিম। সংক্রমণ ঠেকাতে কলকাতায় প্রশাসনের তরফে কী কী পদক্ষেপ করা হতে পারে, তা-ই বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে চলেছে বলে অনুমান। এ ব্যাপারে সোমবারই দলের বিধায়কদের কড়া নির্দেশ দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন