বালুরঘাট জেলা হাসপাতাল। ছবি: সংগৃহীত।
বালুরঘাট জেলা হাসপাতালে কর্মখালি। হাসপাতালের বিভিন্ন বিভাগে হাউস স্টাফ প্রয়োজন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। শূন্যপদ ১৪।
সংশ্লিষ্ট কাজের জন্য এমবিবিএস সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের অন্তত ১২ মাসের ইন্টার্নশিপের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীদের মেডিক্যাল কাউন্সিল ইন্ডিয়া কিংবা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকা প্রয়োজন। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর জন্য তাঁদের বালুরঘাট জেলা হাসপাতালে ১৫ মে সমস্ত নথি নিয়ে উপস্থিত থাকা প্রয়োজন। এই মর্মে বিশদ তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।