NBU Recruitment 2025

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কর্মখালি, পদার্থবিদ্যায় থাকা চাই ডিগ্রি

অনলাইনে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৬:১৮
Share:

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। ওই বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই কাজের জন্য একজন ব্যক্তিকে বেছে নেওয়া হবে।

Advertisement

সংশ্লিষ্ট কাজে পদার্থবিদ্যা কিংবা ফিজ়িক্যাল সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের বেছে নেওয়া হবে। আবেদনকারীর মেটিরিয়াল সায়েন্স, কনডেন্সড ম্যাটার ফিজ়িক্স নিয়ে আগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। যে গবেষণা প্রকল্পে নিযুক্তকে কাজ করতে হবে, তাতে আর্থিক অনুদান দেবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (সাবেক এসইআরবি)।

ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং (গেট) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ তিন বছরের।

Advertisement

নিযুক্তের পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। অনলাইনে প্রকাশিত একটি ফর্ম পূরণ করে তা জীবনপঞ্জি এবং অন্যান্য নথি পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২০ মে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement