ফুটওয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠান ফুটওয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে কর্মখালি। ওই প্রতিষ্ঠানের একাধিক পদে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রজেক্ট সায়েন্টিস্ট, অ্যাসোসিয়েট প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট টেকনিশিয়ান পদে কাজ করতে হবে। পলিমার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজ়িয়োথেরাপি, বায়োমেকানিক্স কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নরা প্রজেক্ট সায়েন্টিস্ট এবং অ্যাসোসিয়েট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। পারিশ্রমিক হিসাবে ৬৫ হাজার থেকে ৮০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
তবে, যাঁরা উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, তাঁরা প্রজেক্ট টেকনিশিয়ান পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
তিন থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ১১ জুলাই। এ বিষয়ে বিশদ তথ্যের জন্য ফুটওয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ওয়েবসাইটে (fddiindia.com) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।