ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন। ছবি: সংগৃহীত।
পিএইচডি সম্পূর্ণ করেছেন? এমন প্রার্থীদের জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনে চাকরির সুযোগ রয়েছে। সায়েন্টিস্ট পদে ওই সংস্থায় ২৫ জনকে নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট পদে ওয়াটার রিসোর্সেস অ্যান্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, হাইড্রোলজি, কৃষিবিদ্যা, উদ্যানবিদ্যা, বনপালনবিদ্যা, সয়েল অ্যান্ড ওয়াটার কনজ়ারভেশন, সয়েল সায়েন্স কিংবা সমতুল বিষয়ে পিএইচডি ডিগ্রিপ্রাপ্তেরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে প্লান্ট প্যাথোলজি, ফরেস্ট প্যাথোলজি, ফরেস্ট ইকোলজি বিষয়ে স্পেশালাইজ়েশন থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তাঁদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। সংশ্লিষ্ট পদে নিযুক্তেরা প্রতি মাসে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক পাবেন।
অনলাইনে আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন। এর জন্য সংস্থার ওয়েবসাইটের (recruitment.icfre.gov.in) রিক্রুটমেন্ট বিভাগে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। আবেদনমূল্য হিসাবে ২,০০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ১৫ জুলাই।