ভারত ডায়নামিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
ভারত ডায়নামিক্স লিমিটেডে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
একাধিক বিভাগে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ডিপ্লোমা অ্যাসিস্ট্যান্ট এবং প্রজেক্ট ট্রেড অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ১৮টি। প্রথমে কাজের মেয়াদ হবে এক বছর। যা আরও তিন বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স বিভাগে প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের কাজ করতে হবে। প্রথম বছর বেতন দেওয়া হবে মাসে ৩০ হাজার টাকা। তার পরের বছর থেকে ৩৩ হাজার টাকা করে, তৃতীয় বছর ৩৬ হাজার টাকা এবং শেষ বছর ৩৯ হাজার টাকা করে বেতন মিলবে। আবেদনের জন্য মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক্স বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি/ ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং/ মাস্টার অফ টেকনোলজি/ মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। বাকি পদগুলিতে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা এবং বেতন জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ইন্টারভিউ হবে ১৫ জুলাই। প্রয়োজনীয় কী কী নথি লাগবে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানতে হলে প্রার্থীকে প্রথমে ভারত ডায়নামিক্স লিমিটেডের (bdl-india.in) ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকে যাবতীয় বিষয়ে বিস্তারিত জানা যাবে।