ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ ট্রেনি ইঞ্জিনিয়ার প্রয়োজন। ওই পদে ৬১০জন শিক্ষানবিশ প্রয়োজন। তাঁদের বেঙ্গালুরু-সহ ভারতের বিভিন্ন শহরে প্রশিক্ষণ দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন?
ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজেমেন্ট, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকেরা আবেদনের সুযোগ পাবেন।
নিয়োগের শর্তাবলি:
দু’বছরের চুক্তিতে ট্রেনি ইঞ্জিনিয়ার পদে কাজ করতে হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আবেদন কী ভাবে?
অনলাইনে আগ্রহীদের আবেদন জমা দিতে হবে। ৭ অক্টোবর পর্যন্ত ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এর ওয়েবসাইট থেকে আবেদনের সুযোগ থাকছে। যাঁরা আবেদন করবেন, তাঁরাই ২৬ অক্টোবরের ইন্টারভিউ এবং লিখিত পরীক্ষায় যোগদান করতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ১৭৭ টাকা বরাদ্দ করা হয়েছে।