প্রতীকী ছবি।
ব্রহ্মপুত্র ক্র্যাকার অ্যান্ড পলিমার লিমিটেডে (বিসিপিএল) কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সংস্থার তরফে একাধিক বিভাগে ১০টি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ২৭টি। ফায়ার ও সেফটি বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার নিয়োগ করা হবে একজনকে। প্রার্থীর আবেদনের বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ১ লক্ষ টাকা থেকে ২লক্ষ ৬০ হাজার টাকার মধ্যে বেতন দেওয়া হবে। ল্যাবরেটরি বিভাগে এক জন আধিকারিক নিয়োগ করা হবে। যিনি প্রতি মাসে বেতন পাবেন ৪০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকার মধ্যে। কেমিক্যাল বিভাগে ১৫ জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। কনট্রাক্ট অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে এক জন সিনিয়র অফিসার হবেন। এক জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল বিভাগে। ফিন্যান্স এবং অ্যাকাউন্টস বিভাগে কাজ করার সুযোগ পাবেন দু’জন, যাঁদের সিনিয়র অফিসার পদে নিয়োগ করা হবে। ইনস্ট্রুমেন্টেশন বিভাগে তিন জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। ওই একই পদে আরও দু’জনকে নিয়োগ করা হবে, যাঁরা কাজ করবেন ইনফরমেশন টেকনোলজি এবং মেকানিক্যাল বিভাগে। মার্কেটিং বিভাগে একজন সিনিয়র অফিসার নিয়োগ হবেন। এই সব ক’টি পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকার মধ্যে। এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সব ক’টি পদে আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
কী ভাবে আবেদন?
প্রথমে বিসিপিএল (https://bcplonline.co.in/) এই ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। এর পর সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় জমা দিতে হবে। ১৭ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিসিপিএল-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।