ব্যাঙ্কের ক্যাপিটাল মার্কেট বিভাগে মোট ৯৮ জনকে নিয়োগ করা হবে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
কর্মী নিয়োগ করা হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাঙ্ক অফ বরোদায়। ব্যাঙ্ক-র ক্যাপিটাল মার্কেট বিভাগের বিজ়নেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে কাজের সুযোগ রয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ব্যাঙ্কের তরফে। জানানো হয়েছে, নিযুক্তদের দেশের বিভিন্ন অঞ্চলে কর্মস্থল হবে।
ব্যাঙ্কের ক্যাপিটাল মার্কেট বিভাগে মোট ৯৮ জনকে নিয়োগ করা হবে। তাঁদের পশ্চিমবঙ্গ, গুজরাত, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, ওড়িশা, তামিলনাড়ু, দিল্লি, রাজস্থান, কেরল, তেলঙ্গনা এবং লখনউের দফতরে পোস্টিং হতে চলেছে।
যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। এ ছাড়াও দ্বাদশ উত্তীর্ণেরাও ওই পদে কাজের সুযোগ পেতে পারেন। উভয় ক্ষেত্রেই ক্যাপিটাল মার্কেট, ডিম্যাট, ট্রেডিং অ্যাকাউন্ট নিয়ে ছ’মাসে কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৩০ নভেম্বর। নিযুক্তদের ‘অফ রোল’ পদে কাজ করতে হবে। কী কী দায়িত্ব দেওয়া হবে, তা জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।