IIFT Recruitment 2025

ফুলিয়ার বস্ত্রবয়ন প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন, বিশেষ শর্তে আবেদনের সুযোগ পাবেন দশম উত্তীর্ণেরা

ফুলিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি (আইআইএফটি) গ্রুপ সি বিভাগে কর্মী নিয়োগ করবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১২:০৪
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি (আইআইএফটি), ফুলিয়া। ছবি: সংগৃহীত।

দশম উত্তীর্ণদের জন্য সরকারি চাকরির সুযোগ। ফুলিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি (আইআইএফটি) গ্রুপ সি বিভাগে এমন ব্যক্তিদের নিয়োগ করবে। শূন্যপদ পাঁচটি।

Advertisement

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ওয়েভিং, প্রসেসিং বিভাগে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে দশম উত্তীর্ণরা কাজের সুযোগ পাবেন। তাঁদের বস্ত্রবয়ন সংক্রান্ত কাজে অন্তত দু’বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার। এ ক্ষেত্রে ব্লিচিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং-এর কাজ জানা থাকলে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। উল্লিখিত পদে নিযুক্তদের জন্য প্রতি মাসে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

ল্যাব টেকনিশিয়ান এবং ডেমনস্ট্রেটর হিসাবেও ওয়েভিং, প্রসেসিং বিভাগে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য হ্যান্ডলুম টেকনোলজি, হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, টেক্সটাইল কেমিস্ট্রি বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের ডাইং ল্যাব বা প্রসেসিং ইউনিটে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। উল্লিখিত পদে নিযুক্তদের প্রতি মাসে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

ডাকযোগে প্রতিষ্ঠানের ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ২৫ ডিসেম্বর। লিখিত এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement