ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। ছবি: সংগৃহীত।
রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে ম্যালেরিয়া নিয়ে গবেষণার কাজ চলবে। সংশ্লিষ্ট প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে।
কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি-র অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তের কাজ চলবে। সংশ্লিষ্ট কাজের জন্য জ়ুলজি, মাইক্রোবায়োলজি, ফিজ়িয়োলজি, বায়োটেকনোলজি— লাইফ সায়েন্সেস শাখার উল্লিখিত বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন।
এ ক্ষেত্রে প্রার্থীদের ইউজিসি নেট, সিএসআইআর-ইউজিসি নেট-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, তাঁদের ম্যালেরিয়া কিংবা সমতুল রোগ নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
নিযুক্তকে প্রতি মাসে ৩১ হাজার টাকা পারিশ্রমিক এবং বাড়িভাড়া-বাবদ ভাতা দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে তাঁর কাজ চলবে।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। ২৪ অক্টোবর আবেদনের শেষ দিন। বাছাই করা প্রার্থীদের অফলাইনে বা অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।