ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর - আইসার), কলকাতা। ছবি: সংগৃহীত।
রসায়নে পিএইচডি ডিগ্রি রয়েছে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর - আইসার), কলকাতায় পেতে পারেন চাকরির সুযোগ। ফেসিলিটি ম্যানেজার হিসাবে ওই সংস্থার সেন্ট্রাল ইনস্ট্রুমেন্ট ফেসিলিটিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের রসায়নে পিএইচডি ডিগ্রি থাকা চাই। এ ছাড়াও তাঁদের সারফেস প্লাজ়মা রেসোন্যান্স, ইসোথার্মাল ক্যালিরোমেট্রিক, অপটিক্যাল স্পেকট্রোস্কোপিক টেকনিক্স নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার। ডেটা অ্যানালিসিসের সফট্ওয়্যার নিয়ে কাজের দক্ষতাও থাকতে হবে।
ওই পদে নিযুক্তকে প্রতি মাসে ৮০ হাজার টাকা দেওয়া হবে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ চলবে, যার মেয়াদ পরে বৃদ্ধি পেতে পারে। নিযুক্তের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার।
আগ্রহীরা সরাসরি ইন্টারভিউয়ে যোগ দিতে পারেন। ১৫ সেপ্টেম্বর দুপুর ৩টের মধ্যে আইসার কলকাতার নদিয়ার ক্যাম্পাসে পৌঁছে যেতে হবে। সঙ্গে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি রাখা দরকার। সংশ্লিষ্ট বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি আইআইএসইআর, কলকাতার ওয়েবসাইট (iiserkol.ac.in) থেকে দেখে নিতে পারেন।