Govt Jobs for Engineers 2025

এনআইটি দুর্গাপুরে ইঞ্জিনিয়ার প্রয়োজন, রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রকল্পে রয়েছে গবেষণার সুযোগ

সিনিয়র রিসার্চ ফেলো-সহ অন্য টেকনিক্যাল পদে ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৬:৫৭
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), দুর্গাপুর। ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি) এবং ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি)-এর অর্থপুষ্ট দু’টি প্রকল্পে গবেষণার কাজের জন্য তাঁদের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

Advertisement

কোন কোন পদে নিয়োগ?

  • সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে ডিএসটি-এর গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।
Advertisement
  • টেকনিক্যাল পদে এনএইচপিসি-র অর্থপুষ্ট প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন।

কারা আবেদন করবেন?

  • ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদন করতে পারবেন।
  • তাঁদের পার্শিয়াল ডিসচার্জ মনিটরিং, আল্ট্রা হাই ফিক্রোয়েন্সি সেন্সরস, হাই ভোল্টেজ টেস্ট টেকনিক্স, মাইক্রোকন্ট্রোরাল প্রোগ্রামিং নিয়ে পূর্বে গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

কী ভাবে আবেদন করবেন?

এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে (nitdgp.ac.in) প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া ই-মেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৮ সেপ্টেম্বর।

যোগ্যতা যাচাইয়ের পদ্ধতি:

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য তাঁদের এনআইটি দুর্গাপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৯ সেপ্টেম্বর উপস্থিত থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement