ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়ার ‘ডেটালেক ৩.০’ প্রকল্পে আইটি বিশেষজ্ঞ প্রয়োজন। ওই প্রকল্পে কাজের জন্য চারজনকে নিয়োগ করা হবে। কারা এই পদের যোগ্য, সে সংক্রান্ত শর্তাবলি জানিয়েছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন।
কোন কোন পদে হবে নিয়োগ?
ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, জিয়োগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ডেভেলপার, কোয়ালিটি অ্যাসিয়োরেন্স (কিউএ) ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।
কারা আবেদন করবেন?
আবেদনের শর্তাবলি:
অনলাইনে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট (dic.gov.in) মারফত আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৭ সেপ্টেম্বর। তবে, নিযুক্তেরা প্রতি মাসে কত টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন, কিংবা কত দিনের চুক্তিতে কাজ চলবে— এই সংক্রান্ত তথ্য প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে বলা হয়নি।