DIC Recruitment 2025

রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রকল্পে আইটি বিশেষজ্ঞ প্রয়োজন, প্রার্থীদের থাকা চাই কম্পিউটার সায়েন্স ডিগ্রি

রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রকল্পে কম্পিউটার সায়েন্স-এ স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা কাজের সুযোগ পেতে পারেন। এ জন্য বিশেষ বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১২:৪৪
Share:

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল হাইওয়েজ় অথরিটি অফ ইন্ডিয়ার ‘ডেটালেক ৩.০’ প্রকল্পে আইটি বিশেষজ্ঞ প্রয়োজন। ওই প্রকল্পে কাজের জন্য চারজনকে নিয়োগ করা হবে। কারা এই পদের যোগ্য, সে সংক্রান্ত শর্তাবলি জানিয়েছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন।

Advertisement

কোন কোন পদে হবে নিয়োগ?

ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, জিয়োগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ডেভেলপার, কোয়ালিটি অ্যাসিয়োরেন্স (কিউএ) ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।

Advertisement

কারা আবেদন করবেন?

  • উল্লিখিত পদে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি (আইটি), আইটি ম্যানেজমেন্টের মতো বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।
  • তবে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে অন্তত সাত বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
  • জিআইএস ডেভেলপারদের ‘আর্কজিআইএস’, ‘ম্যাপবক্স’, ‘ওপেনলেয়ার’-এর মতো সফট্ওয়্যার তৈরি করার কাজে দক্ষতা এবং পাঁচ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার।
  • কিউএ ইঞ্জিনিয়ারদের সফটওয়্যার টেস্টিং এবং কোয়ালিটি অ্যাশিয়োরেন্সের মতো কাজে পাঁচ বছর কিংবা তার বেশি সময়ের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের শর্তাবলি:

অনলাইনে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের ওয়েবসাইট (dic.gov.in) মারফত আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৭ সেপ্টেম্বর। তবে, নিযুক্তেরা প্রতি মাসে কত টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন, কিংবা কত দিনের চুক্তিতে কাজ চলবে— এই সংক্রান্ত তথ্য প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement