SRF Jobs 2025

রাজ্যের বিজ্ঞান গবেষণাকেন্দ্রে সিনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন, প্রয়োজন কোন শিক্ষাগত যোগ্যতা?

নির্দিষ্ট সময়ের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। এ জন্য অনলাইনে আবেদনপত্র পাঠাতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৪:১০
Share:

সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস। ছবি: সংগৃহীত।

বিধাননগরের সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস-এ অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের (এএনআরএফ- সাবেক এসইআরবি) অর্থপুষ্ট প্রকল্পে কাজ চলছে। সেখানে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

“টুইস্ট্রনিক্স উইথ ট্রান্সিশন মেটাল ডিক্যালকোজেনিডেস” শীর্ষক ওই প্রকল্পে সিনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজের জন্য পদার্থবিদ্যায় স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।

তবে, এ জন্য তাঁদের জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট), ইনোভেশন ইন সায়েন্স পারস্যুট ফর রিসার্চ (ইনস্পায়ার)-এর মধ্যে যে কোন একটি সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, তাঁদের ডেনসিটি ফাংশানাল থিয়োরি (ডিএফটি) ক্যালকুলেশনস এবং মডেল হ্যামিলটোনিয়ানস নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement

নিযুক্তকে প্রতি মাসে ৪২ হাজার টাকা পারিশ্রমিক এবং বাড়িভাড়া বাবদ ভাতা দেওয়া হবে। ২৯ মার্চ, ২০২৬ পর্যন্ত চুক্তিতে তাঁকে কাজ করতে হবে। আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ৩১ অগস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement