ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। ছবি: সংগৃহীত।
আইআইটি, গুয়াহাটিতে পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের জন্য কাজের সুযোগ রয়েছে। ওই প্রতিষ্ঠানের ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পে সিনিয়র প্রজেক্ট সায়েন্টিস্ট, প্রজেক্ট সায়েন্টিস্ট এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য মোট ছ’জনকে নিয়োগ করা হবে।
কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে যাঁরা পিএইচডি করেছেন, তাঁরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন।
উল্লিখিত পদে নিযুক্তরা প্রতি মাসে ৭২,০৫০ টাকা থেকে ৮৯,৭৫০ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। তাঁদের মোট ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। কাজ করতে আগ্রহীদের অনলাইনে ফর্ম পূরণ করে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন। আবেদনের শেষ দিন ২৮ জুলাই।
আবেদনপত্র জমা না দিলে সরাসরি ইন্টারভিউয়ের জন্য অংশগ্রহণ করতে পারবেন না। ১ অগস্ট ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন বেলা ১২টার আগে আইআইটি গুয়াহাটিতে উপস্থিত থাকা প্রয়োজন। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।