CBI Recruitment 2025

কোচবিহারে কর্মীর খোঁজ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে, যোগ্যতার শর্তাবলি কী?

নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা। এ ছাড়াও অন্য খাতে মিলবে ভাতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ১৯:৩৭
Share:

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)। ছবি: সংগৃহীত।

কর্মী নিয়োগ করা হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)। এই মর্মে সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। কর্মী নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

ব্যাঙ্কের ফিন্যান্সিয়াল লিটারেসি সেন্টারের জন্য এই নিয়োগ। কর্মস্থল কোচবিহারে। নিয়োগ হবে কাউন্সেলর পদে। বিজ্ঞপ্তিতে শূন্যপদের কথা জানানো হয়নি। চুক্তিভিত্তিক এই পদে চাকরির মেয়াদ থাকবে এক বছর। এর পর এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা। এ ছাড়াও অন্য খাতে মিলবে ভাতা।

Advertisement

চাকরিপ্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি তাঁদের কোনও সরকারি ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত আধিকারিক হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৫ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement