প্যারামেডিক্যাল স্টাফ হিসাবে রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ রয়েছে। প্রতীকী চিত্র।
প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগ করবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। সংস্থার তরফে ওই কাজের জন্য ২৯ জন কর্মী প্রয়োজন। তাঁদের নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে।
ওই সংস্থায় নার্সিং সুপারিন্টেন্ডেন্ট, ফিজ়িয়োথেরাপিস্ট, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। যাঁরা পূর্বে ওই পদে রেল অধীনস্থ হাসপাতালে কাজ করেছেন, তাঁদেরই নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের পূর্বে প্রাপ্ত বেতন সপ্তম পে কমিশন নির্ধারিত লেভেল ৩ কিংবা তার বেশি থাকা প্রয়োজন।
এ ছাড়াও চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের শারীরিক ভাবে সক্ষম হওয়া প্রয়োজন। অনূর্ধ্ব ৬৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের অবসরপ্রাপ্ত রেলকর্মী হওয়া প্রয়োজন।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য ২২ জুলাই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের অধীনস্থ হাসপাতালের সেমিনার রুমে উপস্থিত থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট বিষয়ে বিশদ তথ্য জানতে হলে মূল বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে (clw.indianrailways.gov.in) গিয়ে দেখে নিতে পারেন।