Eastern Railway Recruitment 2025

শিয়ালদহ রেল হাসপাতালে বিশেষজ্ঞ প্রয়োজন, কোন বিশেষ অভিজ্ঞতা থাকলে মিলবে সুযোগ?

এক বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। মোট ছ’জনকে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৫:৫৫
Share:

রেলের পূর্বাঞ্চলীয় শাখার বিআর সিংহ হাসপাতালে কর্মখালি। প্রতীকী চিত্র।

ভারতীয় রেলে কাজের সুযোগ। রেলের পূর্বাঞ্চলীয় শাখার বিআর সিংহ হাসপাতালে কর্মখালি। চাহিদার নিরিখে ওই হাসপাতালের তরফে চুক্তির ভিত্তিতে মেডিক্যাল প্র্যাকটিশনার পদে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ করা হবে। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডক্টরেট অফ মেডিসিন (ডিএম), মাস্টার অফ সার্জারি (এমএস) ডিগ্রি, ডক্টর অফ মেডিসিন (এমডি), ডিপ্লোমেট অফ ন্যাশনাল বোর্ড (ডিএনবি)-র মতো ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের ওই হাসপাতালে কাজের সুযোগ দেওয়া হবে। শূন্যপদ ছ’টি।

Advertisement

উল্লিখিত পদের জন্য অনূর্ধ্ব ৫৩ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করার সিদ্ধান্ত হয়েছে। তাঁদের সার্জারি, মেডিসিন, অ্যানাস্থেশিয়োলজি, সাইকিয়াট্রি এবং গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিকস বিভাগে কাজ করতে হবে।

নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ভাতা-বাবদ ১ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা দেওয়া হবে। উল্লিখিত পদে মোট এক বছরের চুক্তিতে কাজের সুযোগ রয়েছে। এর জন্য আগ্রহীদের সরাসরি ৬ অগস্ট বেলা ১২টা থেকে শিয়ালদহের বিআর সিংহ হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টরের অফিসে ইন্টারভিউয়ে যোগ দিতে হবে।

Advertisement

নির্ধারিত দিনে আগ্রহীদের জীবনপঞ্জি-সহ শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র সঙ্গে রাখতে হবে। ওই পদে নিয়োগ সম্পর্কিত বিষয়ে বিশদ জানতে পূর্ব রেলের ওয়েবসাইটে (er.indianrailways.gov.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement