Faculty Job Vacancies

বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের পড়াতে চান? রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠান দিচ্ছে শিক্ষকতার সুযোগ

ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ইন্টালেকচুয়াল ডিসঅ্যাবিলিটিজ়ের তরফে কলকাতা, মুম্বই, নয়ডা, নেল্লোর-সহ মোট সাতটি কেন্দ্রে ফ্যাকাল্টি সদস্যদের নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৪:৩৪
Share:

বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য শিক্ষক প্রয়োজন। ছবি: সংগৃহীত।

বিশেষ ভাবে সক্ষম শিক্ষার্থীদের পড়ানোর জন্য ফ্যাকাল্টি সদস্য প্রয়োজন। ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ইন্টালেকচুয়াল ডিসঅ্যাবিলিটিজ়ের তরফে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, কলকাতা, মুম্বই, নয়ডা, নেল্লোর-সহ মোট সাতটি দফতরের মোট ৩৭টি বিভাগে শিক্ষকতার জন্য অভিজ্ঞদের নিয়োগ করা হবে।

Advertisement

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য তাঁদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখা প্রয়োজন। ২৮, ৩০ ও ৩১ জুলাই এবং ১, ৪, ৮, ১১ এবং ১২ অগস্ট ইন্টারভিউয়ের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ইন্টালেকচুয়াল ডিসঅ্যাবিলিটিজ়ের সাতটি দফতরে সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকতে হবে।

রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানের তরফে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে, তার তালিকা দেওয়া হল।

Advertisement
  • অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
  • লেকচারার
  • ভোকেশনাল ইনস্ট্রাকটর
  • ফার্মাসিস্ট
  • স্পেশাল এডুকেটর
  • ডান্স টিচার
  • মিউজ়িক টিচার
  • লাইব্রেরিয়ান
  • অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান
  • ডেটাবেস/ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর
  • অডিয়োলজিস্ট
  • স্পিচ থেরাপিস্ট
  • ডেমনস্ট্রেটর
  • মাস্টার ট্রেনার
  • ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার
  • যোগ টিচার
  • স্পোর্টস টিচার

মনোবিদ্যা, সমাজ বিজ্ঞান, ক্লিনিক্যাল সাইকোলজি, স্পেশাল এডুকেশন, নিউরোলজি, স্পেশাল এডুকেশন এন্ডোক্রিনোলজি, স্পিচ অ্যান্ড হিয়ারিং, ফিজ়িয়োথেরাপি, ভোকেশনাল ট্রেনিং, রিহ্যাবিলিটেশন, ফিজ়িক্যাল এডুকেশন, যোগ, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, অডিয়োলজি— উল্লিখিত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের ন্যূনতম তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

নিযুক্তেরা ক্লাস পিছু ৩৯০ টাকা থেকে শুরু প্রতি মাসে ৯০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। মোট ছ’মাসের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। পরবর্তীতে আরও ছ’মাসের জন্য ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ইন্টালেকচুয়াল ডিসঅ্যাবিলিটিজ়ের ওয়েবসাইট (niepid.nic.in) থেকে দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement