প্রতীকী চিত্র।
কেন্দ্রের পারমাণবিক শক্তি দফতরের অধীনস্থ সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল)-এ কর্মখালি। সংস্থায় ইঞ্জিনিয়ারেরা কাজের সুযোগ পাবেন। নিযুক্তদের পোস্টিং হবে দেশের বিভিন্ন শহরে। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
সংস্থায় নিয়োগ হবে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল অফিসার পদে। মোট শূন্যপদের সংখ্যা ২৩। সংস্থার বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। সমস্ত পদে চুক্তির ভিত্তিতে এক বছর কাজ করতে হবে। এর পর শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়িয়ে সর্বাধিক চার বছর পর্যন্ত করা হতে পারে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৩৩ বছর বয়সিরা। অন্য দিকে, বাকি দু’টি পদের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য কিছুটা ছাড় থাকবে।
প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের বেতন হবে মাসে ৪০,০০০ থেকে ৫৫,০০০ টাকা, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ারদের বেতন হবে মাসে ২৫,৫০৬ টাকা এবং টেকনিক্যাল অফিসারদের বেতন হবে মাসে ২৫,০০০ থেকে ৩১,০০০ টাকা। প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতার পৃথক মাপকাঠি ধার্য করা হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর কলকাতা, মুম্বই, নয়া দিল্লি এবং চেন্নাইতে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। সে দিন প্রার্থীদের সমস্ত আবেদনপত্র-সহ সমস্ত নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। নিয়োগের সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতাকেও খতিয়ে দেখা হবে। নিয়োগের শর্তাবলি এবং বাকি তথ্য বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।