ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।
কলকাতার গবেষণা কেন্দ্রে কাজের সুযোগ পাবেন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারেরা। ওই কেন্দ্রের ফিজ়িক্যাল সায়েন্সেস বিভাগে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। ওই পদে নিযুক্তকে কেন্দ্রীয় সরকারের অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ) অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
নিযুক্তকে ‘প্রোবিং নিয়ার-ফিল্ড অ্যাসিস্টেড স্পিন-অরবিট ইনটার্যাকশন এফেক্টপস ফর ফ্যাব্রিকেটিং নভেল স্পিন-অরবিট ইডটনটার্যাকশন মেটা-ডিভাইসেস’ প্রকল্পে কাজ করতে হবে। তাই তাঁর ইলেকট্রনিক্স কিংবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হওয়া প্রয়োজন। বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
পাশাপাশি, ওই পদে আবেদনকারীদের কোনও সরকারি বা বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থায় অন্তত চার বছরের গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিযুক্তকে প্রাথমিক পর্যায়ে এক বছরে চুক্তিতে কাজ করতে হবে, যার মেয়াদ পরে আরও তিন বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৪২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
ই-মেল মারফত আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে পারবেন। এ জন্য তাঁদের কভার লেটার, জীবনপঞ্জী, কর্মজীবনের শংসাপত্রের মতো সমস্ত নথি একটি ‘সিঙ্গেল পিডিএফ’-এ যোগ করে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১০ নভেম্বর। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।