— প্রতিনিধিত্বমূলক চিত্র।
রেলে ইঞ্জিনিয়ার, স্নাতকদের নিয়োগ করা হবে। ২,০০০-এর বেশি টেকনিক্যাল পদে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্মী নেবে। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, ভুবনেশ্বর, পটনা-সহ দেশের ২১টি রেল ডিভিশনে ওই পদে নিযুক্তদের কাজ করতে হবে।
কোন কোন পদে নিয়োগ?
জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট, কেমিক্যাল ও মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২,৫৬৯টি।
কারা আবেদন করতে পারবেন?
সিভিল, মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল, ম্যানুফ্যাকচারিং, মেকাট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনিং, টুলস অ্যান্ড মেশিনিং, টুলস অ্যান্ড ডাই মেকিং, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও পদার্থবিদ্যা, রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তাঁদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হওয়া দরকার।
কী ভাবে হবে যোগ্যতা যাচাই?
কম্পিউটার বেসড টেস্ট-এর (সিবিটি) মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। মোট দু’বার ওই পরীক্ষা নেবে রেল। এর পর নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার পর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
কী কী বিষয়ে পরীক্ষা নেওয়া হবে?
অঙ্ক, জেনারেল ইন্টালিজেন্স অ্যান্ড রিজ়নিং, জেনারেল অ্যাওয়্যারনেস, জেনারেল সায়েন্স, পদার্থবিদ্যা এবং রসায়ন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল, টেকনিক্যাল এবিলিটিস সংক্রান্ত প্রশ্ন থাকবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পোর্টাল মারফত আবেদন গ্রহণ করা হবে। আবেদন ৩১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত পাঠাতে পারবেন। ৫০০ টাকা আবেদনমূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া ২ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে।