হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ছবি: সংগৃহীত।
আইটিআই উত্তীর্ণদের নিয়োগ করবে হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড। সংস্থার তরফে জানানো হয়েছে, ওয়ার্কম্যান বিভাগের পদে কর্মী হিসাবে নিযুক্তদের কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।
ওয়ার্কম্যান বিভাগের ক্রেন, মেটিরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট এবং ট্রান্সপোর্টার অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। ওই কাজের জন্য যাঁরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট-এর (আইটিআই) উত্তীর্ণ হয়েছেন, তাঁদের আবেদন গ্রহণ করবে ওই সংস্থা। তাঁদের ফিটার, মেকানিস্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক ট্রেডে ওই শংসাপত্র থাকা প্রয়োজন।
এ ছাড়াও প্রার্থীদের অন্তত তিন বছর কোন জাহাজ প্রস্তুতকারক কিংবা জাহাজ মেরামত সংস্থায় কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। রেডিয়ো রিমোট অপারেশন, ক্রেন মেনটেনেন্স-এর মতো দক্ষতাও প্রয়োজন। পাশাপাশি, বাংলা এবং হিন্দিতে সাবলীলও হতে হবে।
মোট পাঁচ বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে। তাঁদের জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২৩,৩০০ টাকা বরাদ্দ করা হয়েছে। বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে। এ জন্য আগ্রহীদের ৩০০ টাকা আবেদনমূল্য দিয়ে অনলাইনে সমস্ত নথি পাঠানো প্রয়োজন। হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড-এর ওয়েবসাইট মারফত আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ২৯ ডিসেম্বর।