— প্রতিনিধিত্বমূলক চিত্র।
জামা কাপড়ের নকশা তৈরি কিংবা সাজ পোশাকের রকমারি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে এই দেশেই। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এই সমস্ত বিষয় নিয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, আর্টিশিয়ানস বিভাগে পড়িয়ে থাকে। তবে, ওই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য একটি প্রবেশিকায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। ওই পরীক্ষা ২০২৬-এর ৮ ফেব্রুয়ারিতে নেওয়া হবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রানস্ এগজামিনেশন (এনআইএফটিইই) শীর্ষক ওই প্রবেশিকা হিন্দি এবং ইংরেজি ভাষায় দেওয়ার সুযোগ থাকছে। কাগজ-কলম এবং কম্পিউটার— উভয় মাধ্যমেই প্রবেশিকা দিতে পারবেন আগ্রহীরা।
কারা পরীক্ষা দিতে পারবেন?
কোন কোন বিষয়ে ভর্তি হওয়ার পরীক্ষা নেওয়া হবে?
কী ধরনের পরীক্ষা হতে চলেছে?
উল্লিখিত কোর্সে জেনারেল অ্যাবিলিটি টেস্ট (জিএটি), ক্রিয়েটিভ অ্যাবিলিটি টেস্ট (সিএটি), স্টুডিয়ো টেস্ট, টেকনিক্যাল এবিলিটি টেস্ট এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে।
কোথায় পরীক্ষা হবে?
দেশের ১০০টি শহরে ওই প্রবেশিকা নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে কলকাতা, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি-তে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।
কী ভাবে আবেদন করতে পারবেন?
৬ জানুয়ারি পর্যন্ত ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর ওয়েবসাইট মারফত আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনমূল্য ২,০০০ টাকা।