IISER Kolkata Jobs 2025

জুনিয়র রিসার্চ ফেলো হতে চান! কোন যোগ্যতায় সুযোগ পাবেন আইআইএসইআর, কলকাতায়?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের একটি প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৬
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করলেই আবেদন করতে পারবেন আইআইএসইআর, কলকাতায়।

Advertisement

রাষ্ট্রায়ত্ত ওই প্রতিষ্ঠানের ফিজিক্যাল সায়েন্সেস বিভাগের একটি প্রকল্প ‘স্টাডিজ অন স্টোক্যাস্টিক মাইক্রো-ইঞ্জিনস ইন কমপ্লেক্স ফ্লুইডস’-এ জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই কাজের জন্য পদার্থবিদ্যা, রসায়ন কিংবা টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন।

এ ক্ষেত্রে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) বা জয়েন্ট এন্ট্রান্স স্ক্রিনিং টেস্ট (জেস্ট)— যে কোনও একটিতে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও প্রার্থীদের অপটিক্স রিসার্চ ল্যাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

Advertisement

উল্লিখিত পদে নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁকে ৩১ মে, ২০২৬ পর্যন্ত চুক্তিতে কাজ করতে হবে।

প্রার্থীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। তাঁদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মত নথি আবেদনের সঙ্গে পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৭ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীদের অনলাইন ইন্টারভিউয়ে উপস্থিত থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement